1. mail@helaluddin.info : admi2017 :

বাংলাদেশের অনন্য অর্জন: জাতিসংঘের WSIS পুরস্কার লাভ করলো মুক্তপাঠ

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইটিইউ (ITU) প্রতি বছর তথ্য-প্রযুক্তি খাতে World Summit on Information Society (WSIS) অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। আপনাদের সকলের প্রচেষ্টায় বিগত ৪ বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের বিভিন্ন উদ্যোগ বাংলাদেশের জন্য এই বিরল সম্মাননা নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবছরও এটুআই এর ২টি উদ্যোগ মনোনয়ন পেয়েছে এবং এই প্রথম বাংলা ভাষায় নির্মিত উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম হিসেবে মুক্তপাঠ ২০১৮ সালের WSIS (World Summit of Information Society) পুরস্কারে বাংলাদেশকে বিজয়ী করে ।

মুক্তপাঠের মূলমন্ত্রই হলো “শিখবো…যখন যেখানে ইচ্ছে”। আগ্রহী যে কেউ যেকোনো সময় যেকোনো স্থান থেকে অনলাইন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন এই প্লাটফর্মের মাধ্যমে। মুক্তপাঠে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীও ‘মুক্তপাঠ’ থেকে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

© All rights reserved © 2018 Educational
Design & Developed BY ThemesBazar.Com